বাংলাদেশ মেডিকেল টিচার্স ওয়েলফেয়ার ট্রাস্ট (বিএমটিডব্লিউটি)এর সম্মানিত সদস্যদের স্ব স্ব কর্মক্ষেত্রে দায়িত্বপালণের স্বীকৃতস্বরূপ ' Service Excellence Award ' দেওয়ার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে।এরই ধারাবাহিকতায় ১০ই ফেব্রুয়ারী ২০২০ মেডিকেল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে অসামান্য অবদান রাখার জন্য অধ্যাপক ডা. মোঃ মোতাহার হোসেন (এনাটমী),অধ্যাপক ডা.মোঃ রেজাউল হক (ফরেনসিক মেডিসিন) ও অধ্যাপক ডা. গুলশান আরা (গাইনি এন্ড অবস) কে বিএমটিডব্লিউটির পক্ষ থেকে Service Excellence Award প্রদান করা হয়েছে।অনুষ্ঠানটিতে সভাপতিত্ব ও পুরষ্কার প্রদান করেন বিএমটিডব্লিউটির চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ খলিলুর রহমান।উপস্থিত ছিলেন ট্রাস্টের নির্বাহী কমিটির প্রেসিডেন্ট অধ্যাপক ডা.মোঃ মোতাহার হোসেন ভূইয়া ,ট্রাস্টের সেক্রেটারী অধ্যাপক ডা. মোঃ রোকন উদ্দীন।অনুষ্ঠাণটির পরিচালনায় ছিলেন ডা.মোঃ মাহবুব হোসেন ও ডা.মোঃ হাফিজুর রহমান।মিডিয়া ব্যক্তিত্ব জনাব মোহসিন উল হাকিমের উপস্থিতি ও তার বক্তব্য উপস্থিত সবাইকে অনুপ্রেরণা যুগিয়েছে।
অনুষ্ঠানটিতে শ্রদ্ধেয় শিক্ষকদের কর্মময় জীবনের নানাবিধ অভিজ্ঞতা ও উৎসাহব্যঞ্জক বক্তব্য উঠে আসে।